Kishore Kumar Hits

Kheya - Deher Vitor şarkı sözleri

Sanatçı: Kheya

albüm: Amontron


কত যে দহন নেভে বদ্ধ দুয়ারে
আবেগের ছাইয়ে ভরে ashtray
কত যে কাগজ টুকরো হয়ে যায়
মনের কথা কি বাক্যে লেখা যায়?
একই দেহের ভেতর রাখলাম যারে
সেইজন আর আমায় রাখলো না মনে
মাটির এ দেহে কাঁচেরই মন
ভাঙবে যদি, গড়লে কেন?

একই দেহের ভেতর রাখলাম যারে
সেইজন আর আমায় রাখলো না মনে
মাটির এ দেহে কাঁচেরই মন
ভাঙবে যদি, গড়লে কেন?

আমার এ প্রেম কভু মিথ্যে হতো না
যদি না তাকাতাম তোমার চোখে
এই শেষবেলাতেও থাকতো আলো
যদি না সূর্যটা নিতে কেড়ে
আমার এ প্রেম কভু মিথ্যে হতো না
যদি না তাকাতাম তোমার চোখে
এই শেষবেলাতেও থাকতো আলো
যদি না সূর্যটা নিতে কেড়ে
নিরুত্তর অবাক সময় তোমার কাছে
নিরুত্তর অবাক সময় তোমার কাছে

আকাশ ঘিরেছে শ্রাবণ মেঘে
রক্ততটে এসো বৃষ্টি হয়ে
আশার ঠোঁটে নিরাশায় ভিজিয়ে
শুকনো পাতায় রেখো আমায় ফেলে
আকাশ ঘিরেছে শ্রাবণ মেঘে
রক্ততটে এসো বৃষ্টি হয়ে
আশার ঠোঁটে নিরাশায় ভিজিয়ে
শুকনো পাতায় রেখো আমায় ফেলে
নিরুত্তর অবাক সময় তোমার কাছে
নিরুত্তর অবাক সময় তোমার কাছে
কত যে দহন নেভে বদ্ধ দুয়ারে
আবেগের ছাইয়ে ভরে ashtray
কত যে কাগজ টুকরো হয়ে যায়
মনের কথা কি বাক্যে লেখা যায়?
একই দেহের ভেতর রাখলাম যারে
সেইজন আর আমায় রাখলো না মনে
মাটির এ দেহে কাঁচেরই মন
ভাঙবে যদি, গড়লে কেন?

একই দেহের ভেতর রাখলাম যারে
সেইজন আর আমায় রাখলো না মনে
মাটির এ দেহে কাঁচেরই মন
ভাঙবে যদি, গড়লে কেন?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar