Kheya - Nil Srabon şarkı sözleri
Sanatçı:
Kheya
albüm: Mon Jane
নীল শ্রাবণ, ভেজা মন
নীল শ্রাবণ, ভেজা মন
নীল শ্রাবণ, ভেজা মন
প্রেমেরই কুয়াশায় সুখ সুখ ধোঁয়াশায়
মিলেছি আমরা দু'জন
মিলেছি আমরা দু'জন
♪
আশার দীপ জ্বেলে বসে আছি তুমি আমি
সুখের বরষাতে আধো আধো পাগলামি
আশার দীপ জ্বেলে বসে আছি তুমি আমি
সুখের বরষাতে আধো আধো পাগলামি
স্বপ্ন ছুঁয়েছে মনের গভীরে
স্বপ্ন ছুঁয়েছে মনের গভীরে
বাঁধ ভেঙেছে দুটি জীবন
♪
এমন আদরে ছুটে চলি অজানাতে
মধুর গানে গানে পাখা মেলি একসাথে
এমন আদরে ছুটে চলি অজানাতে
মধুর গানে গানে পাখা মেলি একসাথে
শূন্য আকাশে মেঘলা বাতাসে
শূন্য আকাশে মেঘলা বাতাসে
মানবো না তো কোনো বারণ
নীল শ্রাবণ, ভেজা মন
নীল শ্রাবণ, ভেজা মন
নীল শ্রাবণ, ভেজা মন
প্রেমেরই কুয়াশায় সুখ সুখ ধোঁয়াশায়
মিলেছি আমরা দু'জন
মিলেছি আমরা দু'জন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri