দিনটা কেমন রঙিন রঙিন
লাল সূর্য মিষ্টি হাসে
ঢেউয়ের বুকে রুপালি জল
খুশির জোয়ার বাতাসে
♪
দিনটা কেমন রঙিন রঙিন
লাল সূর্য মিষ্টি হাসে
ঢেউয়ের বুকে রুপালি জল
খুশির জোয়ার বাতাসে
এমন দিনে বন্ধু আমার কাছে
পাগল পাগল হয়ে ছুটে আসে
চুপি চুপি সে যে আমায়
কত ভালোবাসে
♪
পাখি সব ছুটে চলে
ডানা মেলে নীল আকাশে
দিঘির কালো জলে দেখো
হংসমিথুন ভাসে
পাখি সব ছুটে চলে
ডানা মেলে নীল আকাশে
দিঘির কালো জলে দেখো
হংসমিথুন ভাসে
এমন দিনে বন্ধু আমার কাছে
পাগল পাগল হয়ে ছুটে আসে
চুপি চুপি সে যে আমায়
কত ভালোবাসে
♪
মধুর খোঁজে ফুলের গায়ে
প্রজাপতি উড়ে বসে
ঘাসফড়িংয়ের মাখামাখি
সবুজ নওরং ঘাসে
মধুর খোঁজে ফুলের গায়ে
প্রজাপতি উড়ে বসে
ঘাসফড়িংয়ের মাখামাখি
সবুজ নওরং ঘাসে
এমন দিনে বন্ধু আমার কাছে
পাগল পাগল হয়ে ছুটে আসে
চুপি চুপি সে যে আমায়
কত ভালোবাসে
দিনটা কেমন রঙিন রঙিন
লাল সূর্য মিষ্টি হাসে
ঢেউয়ের বুকে রুপালি জল
খুশির জোয়ার বাতাসে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri