আমি অযথা অকারণে করি তোমায় জ্বালাতন তুমি বুঝেও আমাকে কেন করো না শাসন একটাই কারণ, তার একটাই কারণ আমার এ মনে তোমারই আসন একটাই কারণ, তার একটাই কারণ আমার এ মনে তোমারই আসন যদি ভাবি তোমারই মুখ, সেরে যায় সব অসুখ ভুলে যাই এ আমার নেই পিছুটান তুমিহীনা কভু আমি করি না পাগলামি তুমি আমার বেঁচে থাকার প্রাণ ♪ কত নিবিড়ভাবে তুমি মিশে আছো বুকেরই গহীনে জানো নাকো কখন আমায় জড়িয়েছো এত মায়ার ঋণে তবু তোমার কাছে যাই যেন খুঁজে পাই মনেরই ঠিকানা তবু তোমার কাছে যাই যেন খুঁজে পাই মনেরই ঠিকানা একটাই কারণ, তার একটাই কারণ আমার এ মনে তোমারই আসন একটাই কারণ, তার একটাই কারণ আমার এ মনে তোমারই আসন যদি ভাবি তোমারই মুখ, সেরে যায় সব অসুখ ভুলে যাই এ আমার নেই পিছুটান তুমিহীনা কভু আমি করি না পাগলামি তুমি আমার বেঁচে থাকার প্রাণ