Kishore Kumar Hits

Belal Khan - Toke Eto Valobashe Keno Mon şarkı sözleri

Sanatçı: Belal Khan

albüm: Toke Eto Valobashe Keno Mon


তোকে কেন এত ভালোবাসি কেন
জানে না রে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন
তোর ছোঁয়াতে আমি খুবই
আনমনেতে ভাসি ডুবি
তোর চোখে হয় চুপি চুপি প্রেমের আলাপন
তোকে এত ভালোবাসে কেন মন?
তুই ছাড়া কেউ নেই রে আপন
তোকে কেন এত ভালোবাসি কেন
জানে না রে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন

আমি নানান রকম অজুহাতে তোর কাছে চলে যাই
আমার মনের ইচ্ছেগুলো তোর মনে নিলো ঠাঁই
আমি নানান রকম অজুহাতে তোর কাছে চলে যাই
আমার মনের ইচ্ছেগুলো তোর মনে নিলো ঠাঁই
শোন রে আমার মনের চাওয়া
এক জীবনে তোকে পাওয়া
তোকে নিয়ে মনের ভিতর করি দিনযাপন
তোকে এত ভালোবাসে কেন মন?
তুই ছাড়া কেউ নেই রে আপন

আমার এ হৃদয়ের অলিগলি আছে তোরই দখলে
তুই আমার হবি জানে রাতপরীরা সকলে
আমার এ হৃদয়ের অলিগলি আছে তোরই দখলে
তুই আমার হবি জানে রাতপরীরা সকলে
তোর মনপথটা হেঁটে চলি
চোখের ভাষায় তোকে বলি
একজনই তুই যে আমার মনের আপনজন
তোকে এত ভালোবাসে কেন মন?
তুই ছাড়া কেউ নেই তো আপন
তোকে কেন এত ভালোবাসি কেন
জানে না রে মন
তুই ছাড়া এই বুকেরই ভিতরে
নেই তো কেউ আপন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar