Kishore Kumar Hits

Porshi - Jadu şarkı sözleri

Sanatçı: Porshi

albüm: Jadu


একা একা কেন বলো
কাটে না এ বেলা?
শ্যাম হয়ে রোজ খেলছ তুমি
একই পাশা খেলা
একা একা কেন বলো
কাটে না এ বেলা?
শ্যাম হয়ে রোজ খেলছ তুমি
একই পাশা খেলা
এই দুটি চোখে যেদিকে তাকাই
তুমি তুমিময়
রাখতে পারো যে আমার হাতে এ হাত
ভুলে মনের সংশয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়

ভাসা ভাসা মনের আশারা যত
ধরছে খুব বায়না
উড়ু উড়ু কত স্বপ্নরা আজ রঙিন
ঠিকানা খুঁজে পায় না

(Boy)
ভাসা ভাসা মনের আশারা যত
ধরছে খুব বায়না
উড়ু উড়ু কত স্বপ্নরা আজ রঙিন
ঠিকানা খুঁজে পায় না
চুপি চুপি বলো এভাবে কদিন
হয়ে যাক পরিচয়
কাছাকাছি তুমি এসো না চলে
ঘটে যাক পরিণয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
Yeah, yeah let's see
Mami, ইশারা দিয়ো না heart will repel
তোমার মিথ্যা heart-টিতে আছে সেই gate rail
নেশাঅলা চোখ দুইটা addicting eyes
ঠোঁট দুইটা তোর যেন red chili spice
আমার অন্তরে-জবানে খালি তোর নাম, baby
তুই আমার রাজরানি, তুই আমার জান, baby
লজ্জা পাইয়ো না, baby, ধরো না হাতটা
ভালোবাইসা কাইড়া নেব আজকের এই রাতটা
প্রেমের জাদুতে, আবেগের মধুতে
ছুঁয়ে দেবো তোমায়
পাশাপাশি চলো থাকব দুজনে
পেরোবে দারুণ সময়

হায়, প্রেমের জাদুতে, আবেগের মধুতে
ছুঁয়ে দেবো তোমায়
পাশাপাশি চলো থাকব দুজনে
পেরোবে দারুণ সময়
বুঝে গেছি তোমার চোখের এই ভাষা
মিছে কেন অভিনয়
পড়ে নিয়েছি মনেরই কথা
কী বলে এ হৃদয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়
আজকে না হয় ভালোবাসো
আর কোনোদিন নয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar