একটা গল্প শোন, দু'জনের আলাপন আমি করিনি গোপন তোর কাছে কিছু একলা মনের কোণ, তুই এসে স্বপ্ন বোন আমি রাখিনি তো এ মন কারো পিছু ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে একটা গল্প শোন, দু'জনের আলাপন আমি করিনি গোপন তোর কাছে কিছু একলা মনের কোণ, তুই এসে স্বপ্ন বোন আমি রাখিনি তো এ মন কারো পিছু ♪ তোর স্বপ্নে রোজ পাহারায় ঘুম হয়ে থাকি ভোরের প্রথম আলোয় পাখি হয়ে ডাকি সবটা জেনেও আমি মনে মনে হাসি কাছে এসে বুঝে নে না কত ভালোবাসি কী যে আমার হলো, সবই লাগে এলোমেলো কথাগুলো জমা আছে বুকের বামে ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে ♪ গাছের ডালে দু'জনে বানাবো ছোট্ট ঘর চাঁদনি রাতে তোকে পেলে চাই না আমি ভোর নদীর জলে ভাসবো পদ্ম হয়ে চল সব হারিয়ে আমার পাশে থাকবি কি তুই বল কী যে আমার হলো, সবই লাগে এলোমেলো কথাগুলো জমা আছে বুকের বামে ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে ঢেলে দিয়ে আদর মোড়াবো রঙিন খামে বিনিময়ে মনটা লিখে দিস আমার নামে