কথার মাঝে শব্দেরা হায় ঘুরে বেড়ায় একা একা বাড়িয়ে দেয় (বাড়িয়ে দেয়) বিষণ্ণতা (বিষণ্ণতা) কী করি আর সামনে এলে কথার পাহাড় যায় গুলিয়ে দিন কেটে যায় (দিন কেটে যায়) কাটে না যে, কাটে না আর এই জড়তা কথার মাঝে শব্দেরা হায় ঘুরে বেড়ায় একা একা বাড়িয়ে দেয় বিষণ্ণতা কী করি আর সামনে এলে কথার পাহাড় যায় গুলিয়ে দিন কেটে যায় কাটে না যে, কাটে না আর এই জড়তা ♪ মনকে বলি, "কেন, ও মন, যাও যে থেমে কেন সহজ মুখের ভাষায় আঁধার জমে" নেই, মানে নেই এসব কথার, এসব কথার তবুও মন হারানোর ভয় থামে আবার কী করি আর সামনে এলে কথার পাহাড় যায় গুলিয়ে দিন কেটে যায় কাটে না যে, কাটে না আর এই জড়তা কথার মাঝে শব্দেরা হায় ঘুরে বেড়ায় একা একাই বাড়িয়ে দেয় (বাড়িয়ে দেয়) বিষণ্ণতা (বিষণ্ণতা) কী করি আর সামনে এলে কথার পাহাড় যায় গুলিয়ে দিন কেটে যায় কাটে না যে, কাটে না আর এই জড়তা