চোখের কোণে, ঘাসের ডগায় চকচকে এক ফোঁটা জল আমি শুধু ডুবতে জানি ঘোলা জলে ডুব অতল চোখের কোণে, ঘাসের ডগায় চকচকে এক ফোঁটা জল আমি শুধু ডুবতে জানি ঘোলা জলে ডুব অতল স্বচ্ছ জলে চুমুক দিলে মেটে কি তার তৃষ্ণা, ক্ষুধা জলের নেশায় সাগর সেঁচে এক জীবনে যায় আধা চোখের কোণে, ঘাসের ডগায় চকচকে এক ফোঁটা জল আমি শুধু ডুবতে জানি ঘোলা জলে ডুব অতল ♪ দেহের জলে ডুবসাঁতারি ডোবায় বৃথা মন জলে খুব গোপনে জলকুমারী প্রেমের কথা যায় যে বলে দেহের জলে ডুবসাঁতারি ডোবায় বৃথা মন জলে খুব গোপনে জলকুমারী প্রেমের কথা যায় যে বলে স্বচ্ছ জলে চুমুক দিলে মিটে কি তার তৃষ্ণা, ক্ষুধা জলের নেশায় সাগর সেঁচে এক জীবনে যায় আধা ♪ ঘাসের ওপর সময় মেলে আকাশ ছোঁয়া এই খেলায় শীতল হাওয়ার মশকরাতে জল ছিটিয়ে মেঘ পালায় ঘাসের ওপর সময় মেলে আকাশ ছোঁয়া এই খেলায় শীতল হাওয়ায় মশকরাতে জল ছিটিয়ে মেঘ পালায় স্বচ্ছ জলে চুমুক দিলে মেটে কি তার তৃষ্ণা, ক্ষুধা জলের নেশায় সাগর সেঁচে এক জীবনে যায় আধা চোখের কোণে, ঘাসের ডগায় চকচকে এক ফোঁটা জল আমি শুধু ডুবতে জানি ঘোলা জলে ডুব অতল