Kishore Kumar Hits

Bappa Mazumder - Brishti Porey Live şarkı sözleri

Sanatçı: Bappa Mazumder

albüm: Brishti Porey Live


বৃষ্টি পড়ে অঝোর ধারায়
বৃষ্টি পড়ে, লজ্জা হারায়
বৃষ্টি পড়ে, জলে ভিজে
ঐ মেয়েটি কে, কী যে
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
বৃষ্টি পড়ে, লজ্জা হারায়
বৃষ্টি পড়ে, জলে ভিজে
ঐ মেয়েটি কে, কী যে

বৃষ্টি পড়ে মনে মনে
বৃষ্টি পড়ে আলিঙ্গনে
জোছনা রাতে নীল আকাশে
ছন্দে-তালে, অঝোর ধারায়
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
বৃষ্টি পড়ে, লজ্জা হারায়
বৃষ্টি পড়ে, জলে ভিজে
ঐ মেয়েটি কে, কী যে

ঐ ছেলেটা আকাশ উপুড়
মনের ভেতর অলস দুপুর
বৃষ্টি পড়ে মনে মনে
বৃষ্টি পড়ে আলিঙ্গনে
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
বৃষ্টি পড়ে, লজ্জা হারায়
বৃষ্টি পড়ে, জলে ভিজে
ঐ মেয়েটি কে, কী যে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar