Kishore Kumar Hits

Bappa Mazumder - Ghumer Golpo - Live şarkı sözleri

Sanatçı: Bappa Mazumder

albüm: Ghumer Golpo (Live)


একটি-দু'টি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেঁড়া ছেঁড়া সাদা-কালো
স্বপ্নবতী গান
একটি-দু'টি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেঁড়া ছেঁড়া সাদা-কালো
স্বপ্নবতী গান
পয়মন্ত সম্ভাবনা, লজ্জাবতী হাসি
ইচ্ছে করে ডেকে বলি
তাকেই ভালোবাসি, ভালোবাসি

এই যে প্রজাপতির উড়াল
লাল টুকটুক ঘুড়ি
গল্পসল্প আর কবিতায়
আকাশ নীলে উড়ি
এই যে প্রজাপতির উড়াল
লাল টুকটুক ঘুড়ি
গল্পসল্প আর কবিতায়
আকাশ নীলে উড়ি
সাগর জলে রোদে ভেজে ভালোবাসার নুড়ি
সাগর জলে রোদে ভেজে ভালোবাসার নুড়ি
একটি-দু'টি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেঁড়া ছেঁড়া সাদা-কালো
স্বপ্নবতী গান

একটি-দু'টি হলুদ বিকেল
স্বপ্ন বাড়ায় হাত
অনেক কথা বলতে গিয়েও
না বলার উৎপাত
একটি-দু'টি হলুদ বিকেল
স্বপ্ন বাড়ায় হাত
অনেক কথা বলতে গিয়েও
না বলার উৎপাত
ইচ্ছে করে বাজিয়ে তুলি
রঙিন কাঁচের চুড়ি
ইচ্ছে করে বাজিয়ে তুলি
রঙিন কাঁচের চুড়ি
একটি-দু'টি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেঁড়া ছেঁড়া সাদা-কালো
স্বপ্নবতী গান
একটি-দু'টি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেঁড়া ছেঁড়া সাদা-কালো
স্বপ্নবতী গান
পয়মন্ত সম্ভাবনা, লজ্জাবতী হাসি
ইচ্ছে করে ডেকে বলি
তাকে ভালোবাসি, ভালোবাসি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar