Syed Abdul Hadi - Tora Dek Dekhre Chahiya şarkı sözleri
Sanatçı:
Syed Abdul Hadi
albüm: Kare Bole Bhalobasa
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
♪
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার, আবার অন্য দিকে
যায় চলে সে মুখটি ফিরাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারাইয়া
♪
ইস্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ইস্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ও পাগল, ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু পায় না খুঁজিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারাইয়া
♪
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
মহাজন, মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri