Syed Abdul Hadi - Haire Manush Rongin Fanush şarkı sözleri
Sanatçı:
Syed Abdul Hadi
albüm: Kare Bole Bhalobasa
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবু তো ভাই কারোরই নাই
একটু খানি হুঁশ
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস,
হায়রে মানুষ
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস।
পূর্ণিমাতে ভাইসা গেছে
নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা
যতন করিয়া
পূর্ণিমাতে ভাইসা গেছে
নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা
যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ,
ডুইবা গেলেই ভুস
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস।
মাটির মানুষ থাকে সোনার
মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম
তীর্থ হরিয়া
মাটির মানুষ থাকে সোনার
মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম
তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম,
নিইভ্যা গেলেই ফুস
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবু তো ভাই কারোরই নাই
একটু খানি হুঁশ
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস,
হায়রে মানুষ।
হায় রে মানুষ,
রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri