ভরসা তোমার কাহার উপর
ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কীসে রে?
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কীসে রে?
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
♪
Committee-তে মাপলে খানা একাই বহায় কোনজনা
Committee-তে মাপলে খানা একাই বহায় কোনজনা
না খাওয়াইলে ওই মেম্বরে কেমনে খাবা দম ধরে
Line দেওয়াই সার হইবো, থাকবা পইড়া পিছে রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কীসে রে?
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ও রে, এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
♪
নসিবেতে আছে জমি, পাইবা না তার বেশি কমই
ও রে, নসিবেতে আছে জমি, পাইবা না তার বেশি কমই
থাকতে জমি সাড়ে তিন হাত, বাড়াও তুমি কেমনে ওই হাত
জমিন তোমার, জমিন আমার, জমির ভাবনা বিষ রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কীসে রে?
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ও রে, এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কীসে রে?
এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
ও রে, এই দুনিয়া লঙ্গরখানা, জমিজমা মিছে রে
Поcмотреть все песни артиста