রাতের কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইলো রে আমার চোখে ঘুম তো আইলো না (ও) বশীকরণ তাবিজ দিয়া বশ করিলে নিঠুরিয়া তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুম তো আইলো না ♪ হৃদয় চিরা দেখ না আমার খোদাই করা প্রেমের জ্বালা এখন বুঝি রাধা কেন নাম জপিত, 'কালা কালা' দুই অন্তরে একই সুখ, একই যন্ত্রণা তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুম তো আইলো না ♪ আধেক জীবন আধেক মরণ এরই নাম কি ভালোবাসা খনার বচন তাই কি শুনি পিরিতি যে সর্বনাশা দিবানিশি দু'জনারই একই বন্দনা তোরে ছাড়া শান্তি লাগে না (ও) রাতের কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইলো রে আমার চোখে ঘুম তো আইলো না (ও) বশীকরণ তাবিজ দিয়া বশ করিলে নিঠুরিয়া তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুম তো আইলো না রে তোরে ছাড়া শান্তি লাগে না