পানি ছাড়া মাছলিয়া কেন তাড়পায়ে
মেঘ বিনা চাতকের হবে কী উপায়
আরে, জিতু ছাড়া কাজলের বেঁচে থাকা দায়
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
♪
দেবো না পায়েল তোরে, বাজাবো ডাফলিয়া
পাড়াপড়শি সবাই এলে মরবো শরম নিয়া
পাড়াপড়শি সবাই এলে মরবো শরম নিয়া
বলবো সবাইকে ডেকে, আরে, কাজল যে জিতুকে
বলবো সবাইকে ডেকে, কাজল যে জিতুকে
বানাইয়াছে মোহাব্বতের দিওয়ানা
ও, আরে ডাফলিওয়ালা
দেখাসনে তোর মোহাব্বতের খেল
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
♪
ডাঙার মাছ ধরে খুশি কেমনতর জালুয়া
মাছলিয়া নয়, তুই যে হামার কুয়াত-বাহার হালুয়া
মাছলিয়া নয়, তুই যে হামার কুয়াত-বাহার হালুয়া
জিতুর গলায় রশি, তাতে কাজল খুশি
জিতুর গলায় রশি, তাতে কাজল খুশি
তোকে দিলাম গ্রেফতারি পরোয়ানা
ও, আরে দারোগা বাবু
দিস না আমায় ভালোবাসার জেল
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
দে, দে, পড়িয়ে দে রেশমি পায়েল
পায়েল বাজিয়ে তোকে করবো ঘায়েল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri