আরে দিল্লাগি আরে দিল্লাগি আরে, দিল্লাগি তো দিলদারই করতে পারে আরে, দিল্লাগি তো দিলদারই করতে পারে আরে প্রেমিকজনা প্রেমের জন্য মরতে পারে শুধু মনের মানুষটিরে দূরে রাখতে পারে না আল্লার কসম, দূরে যেয়ো না আল্লার কসম, দূরে যেয়ো না ♪ নাহয় তুমি ভাবোই আমায় দুশমন তাই বলে কি ভেঙে দেবে অবুঝ মন? ও, দুশমন কভু দোস্ত থেকেও পেয়ারা হতে পারে আরে, দুশমন কভু দোস্ত থেকেও পেয়ারা হতে পারে শুধু মন কখনো প্রেমের বিচ্ছেদ সইতে পারে না আল্লার কসম, দূরে যেয়ো না আল্লার কসম, দূরে যেয়ো না ♪ নাহয় তুমি ভাবোই আমায় संगदिल তাই বলে কি দিলের দরজায় দেবে ঢিল? ও, পাষাণ কভু বরফ হয়ে গলে যেতে পারে আরে, পাষাণ কভু বরফ হয়ে গলে যেতে পারে শুধু প্রেম কখনো কারো কাছে হারতে পারে না আল্লার কসম, দূরে যেয়ো না আরে, দিল্লাগি তো দিলদারই করতে পারে আরে, প্রেমিকজনা প্রেমের জন্য মরতে পারে শুধু মনের মানুষটিরে দূরে রাখতে পারে না আল্লার কসম, দূরে যেয়ো না আল্লার কসম, দূরে যেয়ো না