Syed Abdul Hadi - Chokh Bujile Duniya Andhar şarkı sözleri
Sanatçı:
Syed Abdul Hadi
albüm: Ekbar Jodi Keu
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
কিসের বাড়ি, কিসের ঘর?
কিসের সংসার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
♪
ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরই কারবার
ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরই কারবার
আইলে ভবে যাইতে হবে, ভাবলাম না একবার
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
♪
গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর
হেলায় খেলায় দিন গেল আমার
গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর
হেলায় খেলায় দিন গেল আমার
শেষ বিচারের আদালতে কেমনে পাবো পার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
কিসের বাড়ি, কিসের ঘর?
কিসের সংসার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri