ভালো না বেসে ভালোই করেছো, বন্ধু ভালোবাসলে দু'টি চোখ হয় যে নদী কাঁদতে হবে সারাটি জীবন মরণ অবধি ভালো না বেসে ভালোই করেছো, বন্ধু ♪ ভালোবাসা পদ্ম পাতার পানি লাগলে একটু মন্দ বাতাস, ঝরে যাবে জানি ভালোবাসা পদ্ম পাতার পানি লাগলে একটু মন্দ বাতাস, ঝরে যাবে জানি তাই ভালোবেসো না, সুখে তুমি থাকতে চাও যদি কাঁদতে হবে সারাটি জীবন মরণ অবধি ভালো না বেসে ভালোই করেছো, বন্ধু ♪ ভালোবাসা সে তো চাঁদের আলো সূর্যের আলো চুরি করে, আসলে সে কালো ভালোবাসা সে তো চাঁদের আলো সূর্যের আলো চুরি করে, আসলে সে কালো তাই ভালোবেসো না, সুখে তুমি থাকতে চাও যদি কাঁদতে হবে সারাটি জীবন মরণ অবধি ভালো না বেসে ভালোই করেছো, বন্ধু