তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি
তবু সেই মরণ আমি ভালোবাসি
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি
♪
কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো
প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল
ও, কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো
প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল
ও, মনের ঘরে রয় না মন, হই প্রবাসী
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি
♪
রূপের জ্বালা গুলো আগুনজ্বালা হলো
আঁচল-বাঁধন গুলো আমায় ফাঁসি দিলো
ও, রূপের জ্বালা গুলো আগুনজ্বালা হলো
আঁচল-বাঁধন গুলো আমায় ফাঁসি দিলো
ও, আমি তো নই আমি, এক উদাসী
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি
তবু সেই মরণ আমি ভালোবাসি
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri