Syed Abdul Hadi - Ange Dilam Phagun Dholo Dholo şarkı sözleri
Sanatçı:
Syed Abdul Hadi
albüm: The Legend Syed Abdul Hadi Modern, Vol. 1
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
আর কী দেবো, বলো, তুমি বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
আর কী দেবো, বলো, তুমি বলো
বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
♪
হাতে তোমার বিনি সুতোর মালা দিলাম
কালো কেশে কালিন্দীর ওই ছায়া দিলাম
♪
হাতে তোমার বিনি সুতোর মালা দিলাম
কালো কেশে কালিন্দীর ওই ছায়া দিলাম
কর্ণে দিলাম মানিক জ্বলজ্বল
আর কী দেবো, বলো, তুমি বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
♪
তোমার আঁচল ভরে স্মৃতি দিলাম
প্রীতি দিলাম, দিলাম সবই তুলে
বলো, কেমন করে পরের হবে
আমায় যাবে ভুলে, যাবে ভুলে
ঠোঁটে তোমার রক্তরাঙা পলাশ দিলাম
নূপুর ভরে চন্দ্র-তারার হাসি দিলাম
♪
ঠোঁটে তোমার রক্তরাঙা পলাশ দিলাম
নূপুর ভরে চন্দ্র-তারার হাসি দিলাম
চোখে দিলাম কান্না ছলছল
আর কী দেবো, বলো, তুমি বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
আর কী দেবো, বলো, তুমি বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
আর কী দেবো, বলো, তুমি বলো
বলো
অঙ্গে দিলাম ফাগুন ঢলঢল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri