তুমি না থাকলে জীবনে আমার বসন্ত আসার প্রশ্নই ওঠে না রোদের আকাশে চাঁদ থাকলেও জোছনার স্নিগ্ধতা ফোটে না প্রশ্নই ওঠে না তুমি না থাকলে ♪ তুমি আছো তাই খোঁজ নিতে যাই কখন ফাগুন এসে কখন যাবে ♪ তুমি আছো তাই খোঁজ নিতে যাই কখন ফাগুন এসে কখন যাবে কখন কোকিল গানে প্রাণ পাবে নদীর ধারা সাগরে ছাড়া অন্য কোথাও জানি ছোটে না প্রশ্নই ওঠে না তুমি না থাকলে ♪ আমি যাহা চাই, তাই তুমি তাই শ্রাবণ দিনেও মনে ফাগুন লাগে ♪ আমি যাহা চাই, তাই তুমি তাই শ্রাবণ দিনেও মনে ফাগুন লাগে হৃদয়নদীর বুকে বান জাগে এমন প্রেমে বিরহ নেমে সেই সে বাঁধন জানি টুটে না প্রশ্নই ওঠে না তুমি না থাকলে জীবনে আমার বসন্ত আসার প্রশ্নই ওঠে না রোদের আকাশে চাঁদ থাকলেও জোছনার স্নিগ্ধতা ফোটে না প্রশ্নই ওঠে না তুমি না থাকলে তুমি না থাকলে