দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল রে
এ দয়াল রে
তোমার কথায় গাছের পাতা নড়ে চড়ে
তোমার ইশারায় নদীর একূল ভাঙে ওকূল গড়ে রে
তোমার কথায় গাছের পাতা নড়ে চড়ে
তোমার ইশারায় নদীর একূল ভাঙে ওকূল গড়ে রে
আমার মাঝি মোন হায় তোমার শুভ করুণায়
আমার মাঝি মোন হায় তোমার শুভ করুণায়
পায় যেন রে ঠাঁই
দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল রে
এ দয়াল রে
তুমি ডুবাও, তুমি ভাসাও ভালোবেসে
তোমার অভিমান-দয়ায় কেও কান্দে কেও বা হাসে রে
তুমি ডুবাও, তুমি ভাসাও ভালোবেসে
তোমার অভিমান-দয়ায় কেও কান্দে কেও বা হাসে রে
আমার তরী তীর পায় যদি তোমার করুণায়
আমার তরী তীর পায় যদি তোমার করুণায়
কোনো চিন্তা নেই
দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল তোর ভরসায়, আমার বুক বাইন্ধ্যা
এই মাঝ-দরিয়ার বান-তুফানে নাও ভাসাই
দয়াল রে
এ দয়াল রে
দয়াল রে
এ দয়াল রে
দয়াল রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri