Kishore Kumar Hits

Syed Abdul Hadi - Bhalobeshe Rakhte Paroni şarkı sözleri

Sanatçı: Syed Abdul Hadi

albüm: The Legend Syed Abdul Hadi Modern, Vol. 2


ভালোবেসে রাখতে পারোনি যাকে
কী এমন চোখের জলের অধিকার
বাঁধতে পারে তাকে?
ভালোবেসে রাখতে পারোনি যাকে
কী এমন চোখের জলের অধিকার
বাঁধতে পারে তাকে?
ভালোবেসে রাখতে পারোনি যাকে

কোনো প্রাচীন প্রাসাদে ফাটলের মতো
তোমার বুকে থাকুক প্রেমের ক্ষত
কোনো প্রাচীন প্রাসাদে ফাটলের মতো
তোমার বুকে থাকুক প্রেমের ক্ষত
এমন অনেক দুঃখ সব মানুষের
হৃদয়ে জমে থাকে
কী এমন চোখের জলের অধিকার
বাঁধতে পারে তাকে
ভালোবেসে রাখতে পারোনি যাকে

কোনো অতিথি পাখির ঝরা পালকের মতো
কিছু কিছু কথা হয় নিহত
কোনো অতিথি পাখির ঝরা পালকের মতো
কিছু কিছু কথা হয় নিহত
আর এক প্রেমের জন্য কবিতার মতো
নির্মাণ করো তোমাকে
কী এমন চোখের জলের অধিকার
বাঁধতে পারে তাকে
ভালোবেসে রাখতে পারোনি যাকে
কী এমন চোখের জলের অধিকার
বাঁধতে পারে তাকে
ভালোবেসে রাখতে পারোনি যাকে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar