যে আকাশ তার সবুজ ভূমির দিকে তাকিয়ে সম্ভাবনার কথা বলে যে সাগর তার অথই নদীর দিকে বাঁকিয়ে সম্ভাবনার কথা বলে আমি তার কাদামাটি জলে একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি ♪ যে দোয়েল তার সাদাকালো ডানা বাড়িয়ে উড়ে যায় হিজলশাখে যে মায়ের মন আশা নিয়ে থাকে দাঁড়িয়ে একা কোনো পথের বাঁকে আমি তার মায়াভরা চোখে একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি ♪ যে বাউল তার প্রিয় একতারা বাজিয়ে হেঁটে যায় দুপুরবেলা যে দিঘির জলে হাঁসগুলো বাড়ি সাজিয়ে প্রতিদিন করে খেলা আমি তার ভালোবাসার মেলায় একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি ♪ যে কবির প্রাণ কবিতায় লিখে রেখে যায় হৃদয়ের যত কথা যে তুলির রঙে শিল্পী শুধু এঁকে যায় রক্তের স্বাধীনতা আমি তার প্রতি ব্যাকুলতায় একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি যে আকাশ তার সবুজ ভূমির দিকে তাকিয়ে সম্ভাবনার কথা বলে যে সাগর তার অথই নদীর দিকে বাঁকিয়ে সম্ভাবনার কথা বলে আমি তার কাদামাটি জলে একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি একটি বাংলাদেশকে দেখি