বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে আমি যে বাংলাদেশের লোক দেখেই যেন আমার মুখ চিনতে পারে পৃথিবীর সব লোকে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে ♪ মা গো, পথের কাদামাটি আমার গায়ে মেখে দিয়ো গাইব তোমারই গান, যে গান প্রাণের চেয়ে প্রিয় ♪ মা গো, পথের কাদামাটি আমার গায়ে মেখে দিয়ো গাইব তোমারই গান, যে গান প্রাণের চেয়ে প্রিয় যেখানে যাই না আমি ফিরে এলে, মা গো, তুমি হাত বাড়িয়ে তুলে নিয়ো বুকে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে ♪ ও নাইয়া রে- মা গো, খেজুরপাতা পাটি বিছিয়ে কোলে রবো শুয়ে তুমি আমারই মুখ শিশিরজলে দিয়ো ধুয়ে ♪ মা গো, খেজুরপাতা পাটি বিছিয়ে কোলে রবো শুয়ে তুমি আমারই মুখ শিশিরজলে দিয়ো ধুয়ে আঁচলে রেখো বেঁধে ব্যথা পেলে, মা গো, কেঁদে নামটি তোমার বলে উঠি মুখে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে আমি যে বাংলাদেশের লোক দেখেই যেন আমার মুখ চিনতে পারে পৃথিবীর সব লোকে বাংলাদেশের ছবি এঁকে দিয়ো, মা গো আমার দু'টি চোখে