গানটি আমার অত্যন্ত প্রিয় এই জন্য যে, গানটি রচনা করেছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত আবু হেনা মোস্তফা কামাল যিনি আমার শিক্ষকও ছিলেন বটে ♪ এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান ♪ কেউ চলে যায়, কেউবা আসে দু'দিনের এই পরবাসে কেউ চলে যায়, কেউবা আসে দু'দিনের এই পরবাসে কেউ বোঝে না কারো হাসি-অভিমান এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান ♪ এই যোগ-বিযোগের রঙ্গমেলায় এলাম কেন তবে বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে ♪ কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে অশ্রু বুঝি তাই ঝরে অফুরান এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান