চাতুরী জানে না মোর বঁধুয়া চাতুরী জানে না মোর বঁধুয়া আঁখির বাণে বিজলি হানে আঁখির বাণে বিজলি হানে কাছে তো কভু টানে না চাতুরী জানে না মোর বঁধুয়া চাতুরী জানে না মোর বঁধুয়া ♪ বনের পথে জলকে চলে কলস ছলছলিয়া আমার মনের যত সুরভি হায় সে যায় দলিয়া আগুনে জ্বলি, কারে যে বলি বঁধু বাদল আনে না চাতুরী জানে না মোর বঁধুয়া চাতুরী জানে না মোর বঁধুয়া ♪ আমার এ মন শুধু যে বলে বঁধুর সাথে যাবো জলে আমার এ মন শুধু যে বলে বঁধুর সাথে যাবো জলে ভ্রমরের বীণ চরণে বাজে ঠমকি ঠমকি যায় সারাটি বেলা সকল কাজে ভুল হয়ে যে যায় আমার ব্যথা, এ আকুলতা সে তো কিছু মানে না চাতুরী জানে না মোর বঁধুয়া চাতুরী জানে না মোর বঁধুয়া আঁখির বাণে বিজলি হানে আঁখির বাণে বিজলি হানে কাছে তো কভু টানে না চাতুরী জানে না মোর বঁধুয়া চাতুরী জানে না, চাতুরী জানে না চাতুরী জানে না