Syed Abdul Hadi - Aaj Dhaner Khete Roudro Chayay şarkı sözleri
Sanatçı:
Syed Abdul Hadi
albüm: Aaj Dhaner Khete Roudro Chayay
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই- লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
♪
আজ ভ্রমর ভোলে মধু খেতে-
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ ভ্রমর ভোলে মধু খেতে-
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ কিসের তরে নদীর চরে
কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা
♪
ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে
ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে
ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ
নেব রে লুট ক'রে
যাব না আজ ঘরে
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি
বিনা কাজে বাজিয়ে বাঁশি
কাটবে সকল বেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri