Kishore Kumar Hits

Syed Abdul Hadi - Jonmo Theke Jolsi şarkı sözleri

Sanatçı: Syed Abdul Hadi

albüm: Ekbar Jodi Keo


জন্ম থেকে জ্বলছি, মা গো
আর কতদিন বল সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি, মা গো
জ্বলছি, মা গো

আমার এ ব্যথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
ও, দুঃখের আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা, তোমার ভাঙা সংসার
কবে যে সুখে ভরে তুলবো
জন্ম থেকে জ্বলছি, মা গো
জ্বলছি, মা গো

আমি তো দেখিনি আলো
জীবনে কোনো দিন
ও, এত আশা ভালোবাসা
আঁধারে হলো মলিন
দিন চলে যায়, দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো
জন্ম থেকে জ্বলছি, মা গো
আর কতদিন বল সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি, মা গো
জ্বলছি, মা গো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar