Tanjib Sarowar - Mon Priya şarkı sözleri
Sanatçı:
Tanjib Sarowar
albüm: Mon Priya
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান
মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
কাগজে কলমে লিখি গোপনে
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে
তুমি চুপচাপ, আমি চুপচাপ
থমকে থাকা রাত
শুধু গল্প হোক আর সল্প হোক
ভালোবাসা থাক
আমি মাটি থেকে আসমান
মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
তুমি আমি আর কিছু কথা
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা
মন ছুঁয়ে-ছুঁয়ে দেখো, খুঁজে-খুঁজে দেখো পাবে আমাকে
মিষ্টি করে বলো দুষ্টমির ছলে আমারই হবে
আমি মাটি থেকে আসমান
মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান
মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
মন প্রিয়ারে, চল মনের বাড়িতে
মন প্রিয়ারে, জ্বলে বুকের ভেতরে
মন প্রিয়ারে...
মন প্রিয়ারে...
ও মন প্রিয়ারে...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri