তোমায় নিয়ে ভাবি না ভুলতে গেলেও পারি না আমার পোড়া কপালে তুমি নেই তাই মনের দুঃখে বারে বারে কই ভর ভালোবাসি ভর ভালোবাসি আমি মুখে বলি মনে মনে বলি । ব্যথার সাথে গল্প বলি তোমায় বলি না নিজের সাথে লড়াই করি সুখটাও দেখি না কাছে যদি নাই আসো ভালো যদি নাই বাসো ভুলে যেও না । ভর ভালোবাসি ভর ভালোবাসি আমি মুখে বলি মনে মনে বলি । ভীষণ ব্যাথার দিন গুলোতে কষ্ট বেদনা নিজের কাছে লুকিয়ে রাখি কেউ তো জানে না ফিরে পাওয়ার নেই এখানে চাওয়াটার নেই তো মানে ভুলে যাব না । তোমায় নিয়ে ভাবি না ভুলতে গেলেও পারি না আমার পোড়া কপালে তুমি নেই তাই মনের দুঃখে বারে বারে কই ভর ভালোবাসি ভর ভালোবাসি আমি মুখে বলি মনে মনে বলি । ভর ভালোবাসি ভর ভালোবাসি আমি মুখে বলি মনে মনে বলি ।