খুব জরুরী কোনো অজুহাতে তোর হাত ছুঁয়ে ফেলা গভীর আহত ক্ষত তোর স্পর্শ পেলে ভালো লাগা ঠিক এমনি করে তুই থাক তোর মনের ঘরে নিয়ে রাখ তোকে ছাড়া থাকা কঠিন তাই চাই যে তোকে রাত-দিন আজকাল আমার মনের উঠোন জুড়ে তোর রোদ্দুর আজকাল আমার ভালোবাসা দেখে যা তুই কদ্দুর আজকাল আমার মনের উঠোন জুড়ে তোর রোদ্দুর আজকাল আমার ভালোবাসা দেখে যা তুই কদ্দুর ♪ একফালি চাঁদ নিয়ে আকাশের তারা গুনে চলবো, সাথে হাঁটবো জোছনার আলো দিয়ে চাঁদ মাখা মুখটাকে দেখবো, পাশে থাকবো আমার মতো করে কে তোকে ভালোবাসা দেবে? আর আমার মতো করে কে তোকে ডেকেছিল কবে? ঠিক এমনি করে তুই থাক তোর মনের ঘরে নিয়ে রাখ তোকে ছাড়া থাকা কঠিন তাই চাই যে তোকে রাত-দিন আজকাল আমার মনের উঠোন জুড়ে তোর রোদ্দুর আজকাল আমার ভালোবাসা দেখে যা তুই কদ্দুর আজকাল আমার মনের উঠোন জুড়ে তোর রোদ্দুর আজকাল আমার ভালোবাসা দেখে যা তুই কদ্দুর আজকাল আমার মনের উঠোন জুড়ে তোর রোদ্দুর আজকাল আমার ভালোবাসা দেখে যা তুই কদ্দুর