Kishore Kumar Hits

Tanjib Sarowar - Sanai şarkı sözleri

Sanatçı: Tanjib Sarowar

albüm: Sanai


শুনলাম নাকি আইজ তোর
গায়ে হলুদের programme
(গায়ে হলুদের programme)
(গায়ে হলুদের programme)
না জানাইয়া arrange marriage
আইজ লাগামু গ্যাঞ্জাম
(আইজ লাগামু গ্যাঞ্জাম)
(আইজ লাগামু গ্যাঞ্জাম)
লালবাগ থেইক্কা ভাই-বেরাদার
আইছে বিয়া খাইতে
(আইছে বিয়া খাইতে)
(আইছে বিয়া খাইতে)
আরে, আসল জামাই চিন্যা লন
আর নকলডায় তো ভাগছে
(নকলডায় তো ভাগছে)
(আরে, নকলডায় তো ভাগছে)
রঙ্গিলা ধুলা দিয়া
করলি আমায় বোকা
Time-মতো আইসা পড়ছি
আর খামু না ধোঁকা
আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই
আরে, আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই

বিরানি বোরহানি
বড়ো বাপের পোলায় খায়
লইয়া আয় চালু কইরা
আমার আইজ সবই চাই
বিরানি বোরহানি
বড়ো বাপের পোলায় খায়
লইয়া আয় চালু কইরা
আমার আইজ সবই চাই
খানাপিনা উরাধুরা
চলবো নাকো বাহানা
শশুর আব্বার টেকা দিয়া
খাইবো পুরা মহল্লা
রঙ্গিলা ধুলা দিয়া
করলি আমায় বোকা
Time-মতো আইসা পড়ছি
আর খামু না ধোঁকা
আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই
আরে, আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই

Disco beat-এ গান বাজা
আমি আইজ জামাই রাজা
শাদিটা না হইলে
আইজ পাবি সবাই সাজা
আরে, disco beat-এ গান বাজা
আমি আজ জামাই রাজা
শাদিটা না হইলে
আইজ পাবি সবাই সাজা
গান থামাইলে গুলি চলবো
সবাই আজ সাবধান
পোলা মাইয়া নাইচা মাতো
আইজকা হইবো অনেক fun
রঙ্গিলা ধুলা দিয়া
করলি আমায় বোকা
Time-মতো আইসা পড়ছি
আর খামু না ধোঁকা
আরে, আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই
আরে, বিয়াটা আইজ কইরাই যামু
বাজা রে বাজা সানাই
আরে, আইজ বিয়াটা কইরাই যামু
বাজা রে বাজা সানাই
(বাজা রে বাজা সানাই)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar