তুমি না ডাকলে আসব না কাছে না এসে ভালোবাসব না দুরত্ব কি ভালোবাসা বাড়ায়? না কি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ♪ এটা কি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে? চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখ এসে বুকে মাথা রেখ বুলে দেব চুলে রেখে হাত দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ♪ ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায় শেষ ছবিটা দেখি বারে বারে আহা; দেখি আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখ এসে বুকে মাথা রেখ বুলে দেব চুলে রেখে হাত দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি