কী সুখ পাই তোরে দেখায়!
হায় সুখ যায় তোরে হারায়
আমায় বান্ধিয়া রাখো কলিজায়
পর কইরা যাইও না ফালায়
কী সুখ পাই তোরে দেখায়!
হায় সুখ যায় তোরে হারায়
আমায় বান্ধিয়া রাখো কলিজায়
পর কইরা যাইও না ফালায়
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
গঞ্জে যাই যেদিন
লোকে কয় ডাইকা সেদিন
ভুইলা যারে পাগল পাবি না আর তারে
আমার দোতারায় ঘূণে ধরেছে
তাই মনমাসি ঘুমে ডেকেছে
আমার ধরফরা বুক আর দোতারার সুর
আমার ধরফরা বুক আর দোতারার সুর
থামিলে আইসা কী হবে?
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
ধোঁকা আর বোকা
নিজে তা বুঝি না
অন্ধের মতো চাই তোরে
লোকে যা বলে বলুক
এমুক-অমুক
জবাবে বলি কাল আসবে সুখ
আমার দোতারায় ঘূণে ধরেছে
তাই মনমাসি ঘুমে ডেকেছে
আমায় বান্ধিয়া রাখো কলিজায়
পর কইরা যাইও না ফালায়
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
এ মন দেউলিয়া, পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri