Andrew Kishore - Pirit Joton Pirit Roton şarkı sözleri
Sanatçı:
Andrew Kishore
albüm: Pirit Joton Pirit Roton
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
♪
কাষ্ঠের সঙ্গে পিরিত কইরা লোহা ভাসে জলে
খাঁটি প্রেমের নাই রে মরণ, সর্বলোকে বলে
লাইলীর প্রেমে মজনু পাগল, নাই তুলনা ভবে তার
লাইলীর প্রেমে মজনু পাগল, নাই তুলনা ভবে তার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
♪
জলের সঙ্গে মাছের পিরিত, বৃক্ষ সনে লতা
কেউ বিনে কেউ বাঁচবে না রে, গুণী লোকের কথা
শিরির প্রেমে পাগল ফরহাদ, প্রেম দেখো না দু'জনার
শিরির প্রেমে পাগল ফরহাদ, প্রেম দেখো না দু'জনার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
♪
চান্দের সঙ্গে নদীর পিরিত দিবানিশি চলে
সেই পিরিতের রঙ্গ-রসে জোয়ার-ভাটা খেলে
ইউসুফ নবীর প্রেমে পাগল হাল দেখো না জুলেখার
ইউসুফ নবীর প্রেমে পাগল হাল দেখো না জুলেখার
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
পিরিত রতন, পিরিত যতন, পিরিত গলার হার
পিরিত কাঞ্চন পাইলো যে জন, সফল জনম তার রে
দুনিয়া পিরিতের বাজার
দুনিয়া পিরিতের বাজার
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri