আমার ভয় হয় তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও হঠাৎ এ কথা বলছো কেন, নদীয়া? কারণ তোমাকে ধরে রাখার মতো আমার কাছে কী আছে? আমি সাধারণ বেদের মেয়ে, আর তুমি- ভালোবাসায় এগুলোর বিচার হয় না, নদীয়া একমাত্র মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে কেউ দূরে নিতে পারবে না তুমি আমার আছো, সারাজীবন আমারই থাকবে ♪ প্রাণবন্ধুয়া, জাদু করিয়া নিলা তুমি অবলারই মন কাড়িয়া প্রাণ কাড়িলা, পাগল করিলা বশীকরণ মন্ত্র দিয়া বান মারিলা ♪ তুমি আমার, আমি তোমার, দিয়াছি যে মন বিনিসুতার গাঁথা মালা, ছিঁড়বে না বাঁধন তুমি আমার, আমি তোমার, দিয়াছি যে মন বিনিসুতার গাঁথা মালা, ছিঁড়বে না বাঁধন প্রেমনদীতে নাও ভাসাবো- প্রেমনদীতে নাও ভাসাবো প্রেমের বাদাম তুইলা প্রাণ কাড়িলা, পাগল করিলা বশীকরণ মন্ত্র দিয়া বান মারিলা ♪ পিরিত কাঞ্চন, পিরিত রতন, পিরিত গলার হার এক মরণে মরবো দু'জন, চাই না কিছুই আর পিরিত কাঞ্চন, পিরিত রতন, পিরিত গলার হার এক মরণে মরবো দু'জন, চাই না কিছুই আর সুখে-দুঃখে থাকবো পাশে- সুখে-দুঃখে থাকবো পাশে চিরসাথী হইয়া প্রাণবন্ধুয়া, জাদু করিয়া নিলা তুমি অবলারই মন কাড়িয়া প্রাণ কাড়িলা, পাগল করিলা বশীকরণ মন্ত্র দিয়া বান মারিলা