প্রথম পরিচয়ে হয় ভালো লাগা দ্বিতীয়ত, মনে মনে হয় ভালোবাসা তৃতীয়ত, ঘর বাঁধার হয় বড়ো আশা ভালোবাসা প্রকাশের নেই কোনো ভাষা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা ♪ প্রথম দেখেছি যে দিন, এঁকেছি ছবি ভাবিনি মন-প্রাণ নিয়ে যাবে সবই তোমার বিরহে হৃদয় করে চনমন তাই আজ করি তোমায় প্রেম নিবেদন কবুল করো যদি মিটে যাবে আশা ভালোবাসা প্রকাশের নেই কোন ভাষা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা ♪ আমারও প্রথম প্রেম এই ভালোবাসা দু'জনে বাঁধবো ঘর, এই মনের আশা তুমি আজ এই বুকে সুগন্ধি ফুল তোমারই প্রেম নিবেদন করেছি কবুল মুছে গেলে দুঃখ মিটে যাবে আশা ভালোবাসা প্রকাশের নেই কোনো ভাষা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা দ্বিতীয়ত মনে মনে হয় ভালোবাসা তৃতীয়ত ঘর বাঁধার হয় বড়ো আশা ভালোবাসা প্রকাশের নেই কোন ভাষা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা প্রথম পরিচয়ে হয় ভালো লাগা