ভালোবাসার চেয়ে চোখের দেখাই বড় মনে হয়
না দেখিলে ভালোবাসা
না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ও, না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ভালোবাসার চেয়ে চোখের দেখাই বড় মনে হয়
না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ও, না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
♪
মনের মানুষ আড়াল হলে বুকে বাড়ে ক্ষত
দেহের ভিতর ভাঙে মন নদী ভাঙার মতো
মনের মানুষ আড়াল হলে বুকে বাড়ে ক্ষত
দেহের ভিতর ভাঙে মন নদী ভাঙার মতো
দূরে গেলেই বোঝা যায়
যন্ত্রণা করে কয়, ভালোবাসা করে কয়
ভালোবাসার চেয়ে চোখের দেখাই বড় মনে হয়
না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ও, না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
♪
সুখের হাওয়া যায় রে উড়ে, দুঃখ হয় রে জমা
স্মৃতির দহন যায় যে বেড়ে, করে না তো ক্ষমা
সুখের হাওয়া যায় রে উড়ে, দুঃখ হয় রে জমা
স্মৃতির দহন যায় রে বেড়ে, করে না তো ক্ষমা
না দেখিলে বোঝা যায়
অন্তর-জ্বালা করে কয়, প্রেম-জ্বালা করে কয়
ভালোবাসার চেয়ে চোখের দেখাই বড় মনে হয়
না দেখিলে ভালোবাসা
না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ও, না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ভালোবাসার চেয়ে চোখের দেখাই বড় মনে হয়
না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
ও, না দেখিলে ভালোবাসা দিনে দিনে নষ্ট হয়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri