ভাবনার হাওয়াতে উড়াই মন হৃদয় জুড়ে উৎসব স্বপ্নের দোলাতে সাজাই ক্ষণ তোর লাগি চেয়ে আছে সব সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে রোদেলা উদাসী এই বিকেলে বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া ♪ পাহাড়ের বুকে ঝর্ণা আঁকা বাঁকা পথে বয় যেখানে দৃষ্টি আমার পড়ে সেখানে তোর ছবি রয় তোরে নিয়ে মন আমার পালিয়ে বেড়ায় কোন দূরে জানি না কোন অজানায় তোরে নিয়ে মন আমার পালিয়ে বেড়ায় কোন দূরে জানি না কোন অজানায় বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া ♪ সবুজের বুকে লাগা রোদ শুয়ে আছে ঐ দূর নীলে যেখানে নামবে রোদ-ছায়া ঢেউ তোলা হাওয়ারই ঢলে হতো যদি তোকে নিয়ে পথ চলা গো না বলা কথা যদি হতো বলা গো হতো যদি তোকে নিয়ে পথ চলা গো না বলা কথা যদি হতো বলা গো বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া ভাবনার হাওয়াতে উড়াই মন হৃদয় জুড়ে উৎসব স্বপ্নের দোলাতে সাজাই ক্ষণ তোর লাগি চেয়ে আছে সব সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে রোদেলা উদাসী এই বিকেলে বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া বন্ধু রে, তোর লাগি এই গান গাওয়া বন্ধু রে, তোর লাগি এই পথ চাওয়া