এক কথারই চিঠি আমার এক কথাতেই করলাম শেষ যেয়ো চিঠি তার ঠিকানায় হইও নাকো নিরুদ্দেশ এক কথারই সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে চিঠি যারে উড়ে আমার সারা বাংলাদেশ এক কথারই চিঠি আমার এক কথাতেই করলাম শেষ যেয়ো চিঠি তার ঠিকানায় হইও নাকো নিরুদ্দেশ এক কথারই সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে চিঠি যারে উড়ে আমার সারা বাংলাদেশ এক কথাতেই বুনে দিলাম আমার মনের হাজার ভাষা এক কথাতেই সাজিয়ে দিলাম আমার বুকের বহীনতা এক কথাতেই বুনে দিলাম আমার মনের হাজার ভাষা এক কথাতেই সাজিয়ে দিলাম আমার বুকের বহীনতা এক কথারই সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে উড়ে যারে উড়ে আমার সারা বাংলাদেশ এক কথারই চিঠি আমার এক কথাতেই করলাম শেষ যেয়ো চিঠি তার ঠিকানায় হইও নাকো নিরুদ্দেশ এক কথারই কাব্য আমার ভালোবাসার লিখন লেখা এক কথার এ খোলা চিঠি পেলে পাবে আমার দেখা এক কথারই কাব্য আমার ভালোবাসার লিখন লেখা এক কথার এ খোলা চিঠি পেলে পাবে আমার দেখা এক কথারই সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে চিঠি যারে উড়ে আমার সারা বাংলাদেশ এক কথারই চিঠি আমার এক কথাতেই করলাম শেষ যেয়ো চিঠি তার ঠিকানায় হইও নাকো নিরুদ্দেশ এক কথারই সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে চিঠি যারে উড়ে আমার সারা বাংলাদেশ এক কথারই চিঠি আমার এক কথাতেই করলাম শেষ যেয়ো চিঠি তার ঠিকানায় হইও নাকো নিরুদ্দেশ এক কথার সবুজ বটে পদ্মা মেঘনা তটে তটে যারে চিঠি যারে উড়ে আমার সারা বাংলাদেশ আমার সারা বাংলাদেশ