কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা তোমারই জন্যে শুধু এই বেঁচে থাকা কথা, আমারই কথা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা ♪ বুকের মাঝে বড় কষ্ট নিয়ে বয়ে চলে আমারই জীবন কোনো অনুভূতি নেই হৃদয়ে আমার সে শুধু তোমারই কারণ নির্ঘুম প্রতি রাত যায় কেটে যায় কী যে এক নিঃসঙ্গতা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা ♪ বড় একা হয়ে গেছি আমি কেউ নেই আমারই পাশে আমার সুখেরা হারিয়ে গেছে বেদনার নীল আকাশে কিছুতে যায় না ভোলা তোমাকে এ আমার অপারগতা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা তোমারই জন্যে শুধু এই বেঁচে থাকা কথা, আমারই কথা কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা