দেখি যখনই তোমায় আমার এই চোখের আঙ্গিনায়
ভুলে যাই হৃদয়ের যত বেদনা আমার
দেখি যখনই তোমায় আমার এই চোখের আঙ্গিনায়
ভুলে যাই হৃদয়ের যত বেদনা আমার
দেখি যখনই তোমায়-
আড়ালে রাখো নিজেকে যখন
পারি না সাজাতে অগোছালো মন
আড়ালে রাখো নিজেকে যখন
পারি না সাজাতে অগোছালো মন
পৃথিবীতে যত সুখ সবটুকু তার
খুঁজে পেয়েছে হৃদয় শুধু যে তোমার ছায়া
দেখি যখনই তোমায় আমার এই চোখের আঙ্গিনায়
ভুলে যাই হৃদয়ের যত বেদনা আমার
দেখি যখনই তোমায়-
তোমাকে ছাড়া কাটে না প্রহর
হৃদয়ে বয়ে যায় বিরহেরই ঝড়
তোমাকে ছাড়া কাটে না প্রহর
হৃদয়ে বয়ে যায় বিরহেরই ঝড়
ভুল করে কখনো ভুলো না আমায়
সাথী করেছি তোমায়, বেঁধেছি নীরব মায়ায়
দেখি যখনই তোমায় আমার এই চোখের আঙ্গিনায়
ভুলে যাই হৃদয়ের যত বেদনা আমার
দেখি যখনই তোমায় আমার এই চোখের আঙ্গিনায়
ভুলে যাই হৃদয়ের যত বেদনা আমার
দেখি যখনই তোমায়-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri