Kumar Bishwajit - O Parate Bondhur şarkı sözleri
Sanatçı:
Kumar Bishwajit
albüm: Evergreen Collection Of Kumar Bishwajit, Pt. 6
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
মাঝখানে ভরা গাঙে ঢেউয়ের মাতলামি রে
ওপারেতে তুমি বন্ধু, এপারেতে আমি
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
♪
এপারেতে আমি বইসা দিবা-নিশি কান্দি
স্মৃতিরই সেই ঝরা ফুলে দুঃখের বাসর বান্ধি
ওপারেতে তুমি সখা মত্ত রইলা নিজে একা
জোয়ার-ভাটাই দেইখা গেলাম কপাল পোড়া আমি রে
ওপারে বন্ধুর বাড়ি রে, এপারে আমার বাড়ি
ওপারে বন্ধুর বাড়ি রে, এপারে আমার বাড়ি
মাঝখানে ভরা গাঙে ঢেউয়ের মাতলামি রে
ওপারেতে তুমি বন্ধু, এপারেতে আমি
♪
গাঙের বুকে মাথা রাইখা ঘুমায় চন্দ্র-তারা
জাইগা থাকি আমি শুধু হইয়া পন্থহারা
সারা জনম বাইলাম তরী, পাইলাম না তো কানাকড়ি
কি যে আছে কপালে মোর, জানেন অন্তর্যামী রে
ওপারেতে তুমি বন্ধু, এপারেতে আমি
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
মাঝখানে ভরা গাঙে ঢেউয়ের মাতলামী রে
ওপারেতে তুমি বন্ধু, এপারেতে আমি
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri