আজও স্বপ্ন আসে রাতের আঁধারে আমার দু'চোখ ভরে সেই স্মৃতিগুলো বাসা বাঁধে আমার মনের গভীরে আজও স্বপ্ন আসে রাতের আঁধারে আমার দু'চোখ ভরে ♪ জানি না আমি, আমি যা ভাবি তুমি তা ভাবো কিনা ও, নীরবে একা আড়ালে লুকিয়ে তুমি কাঁদো কিনা হৃদয় আমার বাঁধা আছে তোমার মনের দ্বারে আজও স্বপ্ন আসে রাতের আঁধারে আমার দু'চোখ ভরে ♪ কি করে বলি, কিভাবে চলি মরু এ হৃদয় নিয়ে ও, ঠিকানা তোমার খুঁজেছি কত পাইনি কোথাও গিয়ে তবু ভাঙা মন আজও আশায় দিন গুনে তারই তরে আজও স্বপ্ন আসে রাতের আঁধারে আমার দু'চোখ ভরে সেই স্মৃতিগুলো বাসা বাঁধে আমার মনের গভীরে আজও স্বপ্ন আসে রাতের আঁধারে আমার দু'চোখ ভরে