তুমি ইচ্ছে হলে বৃষ্টি নামাও তুমি ইচ্ছে হলে বৃষ্টি নামাও ইচ্ছে হলে তোলো ঝড় তুমি ইচ্ছে করলে ভাঙতে পারো আমার কুঁড়েঘর ♪ তুমি ইচ্ছে হলে বৃষ্টি নামাও ইচ্ছে হলে তোলো ঝড় তুমি ইচ্ছে করলে ভাঙতে পারো আমার কুঁড়েঘর ♪ তুমি ভাবের মালা পরালে সাজাবো বাসর তুমি ঘৃণা ছুঁড়ে দিলে আমি হব দেশান্তর তুমি ভাবের মালা পরালে সাজাবো বাসর তুমি ঘৃণা ছুঁড়ে দিলে আমি হব দেশান্তর তুমি ভাঙতে পারো মনের পাড়া ভাঙতে পারো এই অন্তর তুমি চাইলে ভেসে যাবে আমার জীবন গাঙের চর ♪ তুমি জ্বালালে আগুন আমি পুড়বো জীবনভর তুমি চাইলে বিকল হবে আমার অন্তরের যন্তর তুমি জ্বালালে আগুন আমি পুড়বো জীবনভর তুমি চাইলে বিকল হবে আমার অন্তরের যন্তর তুমি যখন তখন হাঁটতে পারো এ বুকেরই ভিতর আমার চোখেরই শহরে তুমি দিবা-নিশাচর ♪ তুমি ইচ্ছে হলে বৃষ্টি নামাও ইচ্ছে হলে তোল ঝড় তুমি ইচ্ছে করলে ভাঙতে পারো আমার কুঁড়েঘর