না বলবো না আমি তোমার হাতে এনে দেবো ঐ আকাশের সবটুকু নীল জোছনাধারা না বলবো না আমি তোমার পায়ে লুটাবো উত্তপ্ত রোদ আর মরু সাহারা এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া ♪ আমি বলবো না আমি তোমার জন্যে এনে দেবো ঐ আকাশের ধ্রুবতারা বা তাজমহল আমি বলবো না আমি করে দেবো দিনকে রাত আর মরুর বুকে ফোটাবো বসন্তের ফুল এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া ♪ আমি বলবো না আমি তোমার জন্যে দেবো পাড়ি সাত সমুদ্র ১৩ নদী বা হিমালয় আমি বলবো না আমি তোমার জন্যে এনে দেবো ঐ রংধনু সাত রঙ তোমার হাতের মুঠোয় এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া এ সবই কল্পনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া না বলবো না আমি তোমার হাতে এনে দেবো ঐ আকাশের সবটুকু নীল জোছনাধারা না বলবো না আমি তোমার পায়ে লুটাবো উত্তপ্ত রোদ আর মরু সাহারা মিথ্যে আলোচনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া এ সবই আলোচনা, কল্পনা আসলে পারবো না কিছু দিতে নিজেকে ছাড়া