গেলো গেলো গেলো চলে গেলো হল না তো কোনও জানাশোনা একটু দেখায় লাগলো ভালো তাকে আমি তার নাম জানি না অই লাল ওড়না তার লাল ওড়না অই লাল ওড়না অই লাল ওড়না গেলো গেলো গেলো চলে গেলো হল না তো কোনও জানাশোনা একটু দেখায় লাগলো ভালো তাকে আমি তার নাম জানি না প্রথম দেখায় মনে হল তাকে তার জন্যে জীবন দিতে পারি জেগে জেগে সপ্ন শুধু দেখি কোনোকিছুই ভালো লাগে না অই লাল ওড়না তার লাল ওড়না অই লাল ওড়না তার লাল ওড়না সময়টা তো এমন তাই মন কি যে চায় হায়রে হায় সে, উড়ছে হাওয়ায় সময়টা তো এমন তাই মন কি যে চায় হায়রে হায় সে, উড়ছে হাওয়ায় যতবার আসে যায় মনে দাগ দিয়ে যায় আরকি পাবো দেখা মনে মানে না মনে মানে না মনে মানে না গেলো গেলো গেলো চলে গেলো হল না তো কোনও জানাশোনা একটু দেখায় লাগলো ভালো তাকে আমি তার নাম জানি না অই লাল ওড়না অই লাল ওড়না তার লাল ওড়না অই লাল ওড়না ওড়না তার সাথে হায় মানিয়েছে বেশ চলে গেছে তবু তায় রেখে গেছে রে ওড়না তার সাথে হায় মানিয়েছে বেশ চলে গেছে তবু তায় রেখে গেছে রে যতবার আসে যায় মনে দাগ দিয়ে যায় আরকি পাবো দেখা মনে মানে না মনে মানে না মনে মানে না গেলো গেলো গেলো চলে গেলো হল না তো কোনও জানাশোনা একটু দেখায় লাগলো ভালো তাকে আমি তার নাম জানি না প্রথম দেখায় মনে হল তাকে তার জন্যে জীবন দিতে পারি জেগে জেগে সপ্ন শুধু দেখি কোনোকিছুই ভালো লাগে না অই লাল ওড়না অই লাল ওড়না তার লাল ওড়না অই লাল ওড়না