সব স্বপ্ন দেখা আজ বন্ধ করে দাও যত দুঃখ ব্যথা, নাও, সবটা মেনে নাও তুমি হৃদয়ের মাঝ থেকে অতীতের বাক্সটা ঝেরে মুছে খালি করে দাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও সব স্বপ্ন দেখা আজ বন্ধ করে দাও যত দুঃখ ব্যথা, নাও, সবটা মেনে নাও তুমি হৃদয়ের মাঝ থেকে অতীতের বাক্সটা ঝেরে মুছে খালি করে দাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও ♪ অনুরাগ, অভিযোগ একেবারে ভুলে যাও মনের আবেগ মাটিচাপা দাও অনুরাগ, অভিযোগ একেবারে ভুলে যাও মনের আবেগ মাটিচাপা দাও যদি কারো হাত ধরে কথা দাও ভুল করে কথাটাকে ফিরিয়ে নাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও ♪ জীবনের যত পথ নীরবে হেঁটে যাও পিছু ডাকলে ফিরবে না তাও জীবনের যত পথ নীরবে হেঁটে যাও পিছু ডাকলে ফিরবে না তাও জগতের সংসারে যতদিন থাকো পড়ে একাকী জীবন বেছে নাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও সব স্বপ্ন দেখা আজ বন্ধ করে দাও যত দুঃখ ব্যথা, নাও, সবটা মেনে নাও তুমি হৃদয়ের মাঝ থেকে অতীতের বাক্সটা ঝেরে মুছে খালি করে দাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও যদি সুখী হতে চাও, যদি সুখী হতে চাও